কেন্দ্রীয় কমর্সুচী সফলে যশোরের বিভিন্ন উপজেলায় বিএনপির প্রস্তুতি সভা

0

লোকসমাজ ডেস্ক॥  ১৬ জানুয়ারি বিএনপির মিছিল ও সমাবেশের কেন্দ্রীয় কর্মসূচি সফলের লক্ষ্যে শনিবার যশোরের বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার,কেশবপুর(যশোর) জানান, দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদের বাসভবন চত্বরে থানা শাখার আহ্বায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস। আরো বক্তব্য রাখেন প্রভাষক আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, মাসুদুজ্জামান মাসুদ, শেখ শহীদুল ইসলাম, হুমায়ুন কবীর, রেজাউল ইসলাম, নুরুজ্জামান চৌধুরীসহ ইউনিয়ন বিএনপি নেতবৃন্দ।
ঝিকরগাছা (যশোশ) সংবাদদাতা জানান, বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভার শুরুতে বিএনপির চলমান আন্দোলনে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সক্রিয় অংশ গ্রহণসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপুর সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক ইমরান হাসান সামাদ নিপুণ, আশফাকুজ্জামান খান রনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রুবেল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান,উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির, রাশিদুল মমিন সুজন। উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা, বিএনপি নেতা সরদার শাহাজাহান আলী, সাবেক চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার, শুকুর গোলদার, গোলাম কাদের বাবলু, এনামুল হক, আব্দুল মাজিদ, আলহাজ্ব মিজানুর রহমান, শাহাজাহান আলী, তবিবর রহমান, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, দাউদ হোসেন, আশরাফুজ্জামান আশা, মাস্টার ফয়জুর রহমান, এনামুল হক বাবলু, রফিকুল ইসলাম, ডাঃ আবুল খায়ের, হবিবর রহমান হবি, নুর মোহাম্মদ, শাহিন আহম্মেদ, জামির হোসেন, আয়ুব হোসেন, আব্দুর রহমান আব্দার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হক, মহিলাদল নেত্রী হিরামনি আক্তার, ইউপি সদস্য রওফুন্নেছাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।