শৈলকুপা জুড়ে নারী চোরের দৌরাত্ম্য

0

শৈলকুপা(ঝিনাইদহ) সংবাদদাতা॥ এক দুজন নয়, পাঁচজন নারী। পোষাক-পরিচ্ছেদ কেনার জন্যে যথারীতি ঢুকেছেন কাপড়ের দোকানে। দেখে এমনটিই মনে হতে পারে। সবাই বোরখা পরিহিত, একেবারে পা থেকে মাথা পর্যন্ত নিজেদের ঢেকে রেখেছেন। মুখ-চোখ সবই আবৃত।  কৌশলে দোকানের কর্মচারীকে ব্যস্ত রেখে বাকি ৪ নারী একটি কাপড়ের বান্ডিল ঢেকে দিলেন কাপড় দেখার ছলে। এরপর সেই বান্ডিল নিয়ে চম্পট দেন একজন।  নারী চোরচক্রের অভিনব এই কান্ড সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপার আল-আমিন মার্কেটের ঢাকেশ্বরী বস্ত্রালয়ে সিসি টিভির ফুটেজে ধরা পড়েছে।  তবে ছোটখাটো চুরির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিতে নারাজ ভুক্তভোগী। আর পুলিশ বলছে, কেউ অভিযোগ না দিলেও এমন চক্রের সাথে জড়িতদের ধরতে সজাগ রয়েছে থানা পুলিশ। জানা যায়, শৈলকুপা উপজেলাজুড়ে বেড়েছে বোরকা পরিহিত মহিলা চোরের দৌরাত্ম। এতে আতংক বিরাজ করছে উপজেলার বিভিন্ন বাজার জুড়ে। মূলত ছোট ও সিসি ক্যামেরাবিহীন দোকানে ঘটছে চুরির ঘটনা। আবার সিসি ক্যামেরা থাকা দোকান থেকেও ফিল্মি স্টাইলে চুরির দৃশ্যও দেখা গেছে। যেখানে দর কষাকষির সুযোগে পণ্য চুরি করে চক্রটি। সর্বশেষ সোমবার উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া বাজারের একটি ক্রেকারিজের দোকানে দর কষাকষির সুযোগে বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায় চক্রটি। এই বিষয়ে ভুক্তভোগী দোকানি সোহেল জানান, কয়েকজন মহিলা দোকানে এসে দর কষাকষি করে দোকানিকে ব্যস্ত রেখে পণ্য চুরি করে নিয়ে যায়। এতে প্রথমে বুঝতে না পারলেও পরে বিষয়টি বোঝার পর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।
এমন চুরির ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এমন চুরির ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি কেউ। তবে বিষয়টি নিয়ে অবগত আছে থানা পুলিশ। চক্রটি ধরতে থানা পুলিশ তৎপর রয়েছে।