বিকরগাছায় আ.লীগ সভাপতির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার প্রতিবাদে যশোরের বিকরগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের বিরুদ্ধে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে বুধবার সকাল ১১টার দিকে শুরু হওয়া মাননবন্ধন চলে বেলা ১২টা পর্যন্ত। বেলা সাড়ে ১২টায় ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।  লিখিত বক্তবে তিনি বলেন, গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা থানা পুলিশ আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে থানা পুলিশের আমন্ত্রণে বীর মুক্তিযোদ্ধারা সেখানে উপস্থিত হন। আলোচনা সভা শেষে সন্ধ্যায় থানা চত্বরে অনাকাক্সিক্ষতভাবে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানারকম কটূক্তিসহ অকথ্যভাষায় গালিগালাজ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধারা পাল্টা প্রতিবাদ করলে আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও তার সাথে থাকা বেশ কয়েকজন যুবক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে লাঞ্ছিত করেন। এছাড়া উল্লেখিত দুষ্কৃতকারীরা স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিনকে উদ্দেশ্য করে গালিগালাজ করে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবিএম কামরুজ্জামান তোতা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর কমান্ডার ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বাঁকড়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, হাজিরবাগ ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক, মাগুরা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, শংকরপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহান আলী, গঙ্গানন্দপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, গদখালী ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শরিফুল রহমান, শিমুলিয়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চান্দালী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়র আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা শাহ্জামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমির আলী ছনু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা রিজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের খুলনা বিভাগীয় প্রচার সম্পাদক শাওন রেজা খোকা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুরুল আলম তোতা, সাধারণ সম্পাদক শামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজিদ গাজী, পৌর সভাপতি আনিছুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন বাবলুসহ বিভিন্ন ইউনিয়ন সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।