বিদ্যালয়ের ভবন লুট!

0

কলারোয়া(সাতক্ষীরা)সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় একটি সারকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ও ভবনের ইট, জানালা,দরজাসহ মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একটি ভবন ভেঙে নিয়ে যাওয়া হল অথচ কারা এ কাজটি করেছে তা জানেন বিদ্যালয় কর্তৃপক্ষ! বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহিদুল ইসলাম বলেন. গত ২৩ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়টি ছুটি ছিলো। ওই সময়ের মধ্যে কে বা কারা স্কুলের পরিত্যক্ত ভবনের ইট, জানালা, দরজাসহ কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তিনি স্কুল খোলার পরে স্কুলে গিয়ে দেখতে পান। এরপর তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানান।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি জহুরুল ইসলাম লাল্টু জানান, তিনি শুনেছেন যে বিদ্যালয় ছুটি থাকায় কে বা কারা রাতের আঁধারে পরিত্যক্ত ভবনের কিছু নষ্ট টিন চুরি করে নিয়ে গেছে। স্কুলে কোন নৈশপ্রহরী না থাকায় এ ঘটনাটি ঘটেছে বলে তিনি মনে করেন। তিনি ও শিক্ষকরা বিষয়টি কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলীকে জানিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএইচএম রোকুনুজ্জামান জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং অভিযোগ পেয়েছেন।