যশোরে যাত্রা শুরু হল জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের এক ঝাঁক উচ্চ শিক্ষিত তরুণ উদ্যোক্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক ব্যবসায়ীক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)।  শুক্রবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেল কেক কাটার মধ্য দিয়ে যশোরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরে অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ ও সাইফুল ইসলাম।  অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জেসিআই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মামুন, বর্তমান সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, পদ্মা ও মধুমতি সেতু চালু হওয়ার পর থেকে বিনিয়োগ ও উন্নয়ন সম্ভাবনার দিক থেকে যশোর অনেক এগিয়ে আছে। এখানে ব্যবসা বান্ধব পরিবেশের পাশাপাশি অনেক উদ্যোক্তা আছে। জেসিআই’র মত আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠানকে কাছে পেলে তাদের কার্যক্রমে অনেক গতিশীলতা আসবে। তিনি ব্যক্তিভাবে প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।  আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটেন । উদ্বোধনী অনুষ্ঠানে জেসিআই যশোর জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সভাপতি ব্যারিস্টার শেখ মতিউর রহমান, সহসভাপতি শেখ সুবর্ণা রসুল, সহসভাপতি জুবায়ের আক্তার, রেদওয়ান আলম চৌধুরী, মহাসচিব শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, সাধারণ আইনি পরামর্শক ওমর সাইফ রিদয়, স্থানীয় পরিচালক তৈমুর রেজা, মো. আরাফাত হোসেন, মো. নাহিদ হাসান, ফারহানা শাহরিন ফারিয়া, চেয়ারপার্সন মো. ফয়সাল মুকুট, ইফতেখার আলম, আসিফ রহমান জুম্মন ও নাহিন সিদ্দিকী অনিক। আয়োজকরা জানান, সংগঠনটির লক্ষ্য হলো যুব এবং তরুণ জনগোষ্ঠীকে সংগঠিত করে একটি দক্ষ এবং যুগোপযোগী মানব সম্পদে পরিণত করা।