বাবার মাইক্রোবাস চালাতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

0

 

লোকসমাজ ডেস্ক॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাবার মাইক্রোবাস চালিয়ে বেড়াতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক কিশোর।  বুধবার সকালে ৯টার দিকে কার্পাসডাঙ্গা নতুন পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কার্পাসডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসআই মসলেম উদ্দিন। নিহত রিয়াদ হোসেন কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা গ্রামের ইউনুস বিশ্বাসের ছেলে। সে মাইক্রোবাসটি চালাচ্ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত শামিম (১৫) পাশের কোমরপুর গ্রামের মিথুন আলীর ছেলে। এএসআই মসলেম জানান, ইউনুস বিশ্বাস মাইক্রোবাসটি ভাড়ায় দিতেন এবং নিজেই চালাতেন। বুধবার সকালে তার ছেলে রিয়াদ ও মিথুন মাইক্রোবাস নিয়ে বেড়াতে বের হয়। মাইক্রোবাসটি নিয়ে তারা নতুনপাড়া মোড়ে পৌছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় রিয়াদ। আহত শামিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য দামড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
কিভাবে এই কিশোর বাবার গাড়ি নিয়ে বের হতে পারলো তার বিস্তারিত জানাতে না পারলেও এএসআই মসলেম বলেন, “অভিভাবকদের সতর্ক হওয়া উচিৎ। কোনো শিশু ও কিশোর যাতে কোনোভাবে কোনো যানবাহন চালাতে না পারে সেদিকে দৃষ্টি রাখা দরকার।”