রাজগঞ্জে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে মৎস্য ঘের লুট ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই। পারিবারিক কলহের জেরে বড় ভাই মোশারফ হোসেন মোশা ও তার পরিবার এমনটি করছেন বলে রবিবার রাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ছোট ভাই আব্দুল আজিজ।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজগঞ্জ বাজার সংলগ্ন মাস্টারপাড়া মোবারকপুর মৌজায় ক্রয়কৃত আশি শতকসহ এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় দশ বিঘা জমি বর্গা নিয়ে ২০০৮ সাল থেকে মৎস্য চাষ শুরু করেন আব্দুল আজিজ। আব্দুল আজিজের মৎস্য চাষ দেখে গাত্রদাহ শুরু হয় তারই বড় ভাই মোশারফ হোসেন মোশা ও তার স্ত্রী শেফালী বেগম, মেয়ে শাবানা ও ছেলে আশরাফুল ইসলাম হজুসহ তার পরিবারের। পূর্ব শত্রুতার জেরধরে পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্যে তারা আব্দুল আজিজের মৎস্য ঘেরের পাশে ছোট একটি ঘের নির্মাণ করে। মৎস্যঘের নির্মাণের পর থেকে আব্দুল আজিজের ভাই ও তার পরিবার তার উপর শারীরিক ও মানষিক নির্যাতন শুরু করে। তাতেও সুবিধা না করতে পেরে রাতের অন্ধকারে তারা আব্দুল আজিজের মৎস্যঘের থেকে মাছ লুট শুরু করে। বিষয়টি তিনি জানতে পেরে তার বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে তার বড় ভাইসহ তার পরিবারের সকল সদস্য আব্দুল আজিজকে এলোপাতাড়ি মারপিট করে জখম করে। আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সম্প্রতি তার বড় ভাইসহ ভাইয়ের পরিবার কয়েকদফায় এক ট্রাক মাছ লুট করে নিয়ে যান। যার আনুমানিক দাম প্রায় এক লাখ টাকা বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ নেতা চাকলাদার মশিউল আলম, আওয়ামী লীগ নেতা চাকলাদার শরিফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মাছুদ কামাল তুষার, মাস্টার মাহবুর রহমান, মাস্টার আলমগীর হোসেন আলম ও ইউসুফ আলী গাজী প্রমুখ।