চুয়াডাঙ্গায় এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ একই স্থানে এসে শেষ হয়। এরপর চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সহকারী কমিশনার বিএম তারিক উজ্জামানের উপস্থাপনায় চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক কেএম মুহসীনিন মাহবুব উপস্থিত সকলের সামনে সার্বিক বিষয়টির তাৎপর্য উপস্থাপন করেন। তিনি বলেন, এন্টিবায়োটিকের অপব্যবহার বিশ্বব্যাপী ১০টি শীর্ষ স্বাস্থ্য হুমকির অন্যতম। প্রতিবছর এন্টিবায়োটিকের অপব্যবহারের ফলে ১২ লাখ ৭০ হাজার মানুষ মারা যাচ্ছে। ২০৫০ সালে মৃত্যুর সংখ্যা বেড়ে হবে এক কোটি মানুষ। ওই সময়ে আর্থিক ক্ষতির মূল্যমান হবে ১০০ ট্রিলিয়ন মার্কিন ডলার। তাই এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম। এ লক্ষ্যে পরিচ্ছন্ন স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। চিকিৎসক এবং ফার্মেসি পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খামার পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান রাখতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা.সাজ্জাৎ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান ও অতিরিক্ত পুলিশ সুুপার (প্রশাসন) আবু তারেক। বক্তব্য রাখেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি মাসুদুর রহমান, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম সনি ও ৭১ টিভির জেলা প্রতিনিধি এমএ মামুন।