স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় চাঁদার টাকা না দেয়ায় মিথ্যা মামলায় ফাঁসানো ও দেখে নেয়ার হুমকি দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের এক শীর্ষ নেতা। ওই নেতার অত্যাচারে বহু নেতা-কর্মীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এসব অভিযোগ করে বুধবার সকালে প্রেসক্লাব চৌগাছায় সংবাদ সম্মেলন করেছেন সাবেক ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম সুমন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি উপজেলার বুন্দলিতলা গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ছাত্রলীগের সাথে যুক্ত আছি। বিগত দিনে নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। এছাড়া উপজেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম। তিনি বলেন, আমার ভাই আমিরুল ইসলাম নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় ২০১২ সালে হত্যার শিকার হন। লিখিত বক্তব্যে আরও বলেন, ছাত্রলীগের রাজনীতি করার কারণে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হুসাইনের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। সংগঠনের সভাপতি জিয়াউর রহমান রিন্টুর বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা অপরাধের কারণে বর্তমানে দলে কোণঠাসা। এসব কারণে সাধারণ সম্পাদক ইব্রাহিম হুসাইনের সাথে তার দ্বন্দ্ব রয়েছে। ইব্রাহিম হুসাইনের সমর্থন ও সাথে থাকার কারণেই আমি বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমার মায়ের সাথে মামাদের জমিজমা নিয়ে কিছুটা বিরোধ আছে। সেটা আমাদের নিজেদের বিষয়। কিন্তু জিয়াউর রহমান রিন্টু মামাদের পক্ষ নিয়ে রাজনীতির প্রভাব খাটাচ্ছেন। এটা জানতে পেরে আমি তাকে নিষেধ করি। মামাদের সাথে আমার পরিবারের ঝামেলা মিটেও গেছে। তারপরও তিনি আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করার কারণে তিনি বারবার ফোনে হুমকি দিচ্ছেন। এমনকি টাকা না দিলে মিথ্যে মামলায় ফাঁসানো হবে বলেও হুমকি দেন। একই সাথে আমার নেতা ইব্রাহিম হুসাইনকেও দেখে নেয়ার হুমকি দেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সংবাদ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হুসাইন, আম্বিয়া বেগম, মিঠুন বিশ্বাস, শামীম হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে জিয়াউর রহমান রিন্টু লোকসমাজকে বলেন, আমি চৌগাছা প্রেসক্লাবের সভাপতি, এমন কোন কাজ করি না যাতে করে আমার পেশার সম্মান ক্ষুণ্ন হয়। তার অভিযোগের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।