ডুমুরিয়ায় ক্লিনিক সিলগালা,মালিককে দুই মাসের কারাদণ্ড

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় অনিবন্ধিত একটি ক্লিনিক সিলগালা এবং ক্লিনিকের মালিককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। আদালত সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চুকনগরের সাতক্ষীরা রোডে সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ নিবন্ধনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হন, তাছাড়া ওই সময় ক্লিনিকে কোন চিকিৎসক ও সেবিকা ছিলেন না। অভিযান চলাকালে অপরেশন থিয়েটার এবং স্টোর থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়। এছাড়া আরও বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ক্লিনিকটি বন্ধ করা হয়েছে। এসময় ক্লিনিক মালিক আফজাল হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে আফজাল হোসেন উপস্থিত না তার ছোটভাই ল্যাব টেকনিশিয়ান নাজমুল হোসেনকে আটক করে পুলিশ। মেডিকেল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) আইনের ৯ ধারা ভঙ্গের অপরাধে আইনের ১৩ ধারা অনুযায়ী এই সাজা দেয়া হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে। অভিযান পরিচালনাকালে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুফিয়ান রুস্তম ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।