সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার দেবনগরে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতা ওই কিশোরীর পিতা গত ২৪ অক্টোবর ধর্ষক আমজাদ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত ২০ অক্টোবর এ ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত ধর্ষক আমজাদ হোসেন (৬০) সদর উপজেলার উত্তর দেবনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতিতা ওই কিশোরীর পিতা ও মা অভিযুক্ত আসামি আমজাদ হোসেনের ধানের চাতালে কাজ করতেন। প্রতিদিন ভোরে তারা সেখানে কাজ করতে যাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষক আমজাদ হোসেন তাকে নানাভাবে প্রলুব্ধ করে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত ২০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তার পিতা-মা বাড়িতে না থাকার সুযোগে লম্পট আমজাদ হোসেন আবারো ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ওই কিশোরী বিষয়টি বাড়ির সকলকে জানায়। বিষয়টি নিয়ে ওই কিশোরীর পিতা-মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর এক পর্যায়ে গত ২৪ অক্টোবর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম জানান, তিনি সদর থানায় গত ২৭ অক্টোবর যোগদান করেছেন। বিষয়টি তার যোগদানের আগের ঘটনা হওয়ায় তিনি বিষয়টি খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন বলে আরো জানান।