যশোরে ভুয়া কবিরাজকে লাখ টাকা জরিমানা : ৩ মাসের কারাদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ছাতিয়ানতলা গ্রামের এক ভুয়া কবিরাজকে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডাদেশপ্রাপ্ত হাজী খন্দকার কবীর হোসেন মিলিটারির বাড়ি ছাতিয়ানতলা গ্রামে। সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানিয়েছেন, হাজী খন্দকার কবীর হোসেন একজন ভুয়া কবিরাজ। নিজ গ্রামে চেম্বার খুলে তিনি লোকজনকে চিকিৎসা দিতেন। এ সংবাদ পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। অভিযানে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী। বিএমডিসির আইন ২০১০ এর ২৮ (১) উপধারাী দোষী সাব্যস্ত করে খন্দকার কবীর হোসেনকে ধরে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার সম্পূর্ণ টাকা সেখান থেকে পরিশোধ করেছেন খন্দকার কবীর হোসেন। অভিযান সিভিল সার্জন অফিসের চিকিৎসক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন