ঐতিহ্যবাহী লাঠিখেলা উপভোগ করলেন যশোরবাসী

0

স্টাফ রিপোর্টার ॥ আবহমান গ্রাম বাংলার হারানো ঐতিহ্যবাহী লাঠিখেলা উপভোগ করলেন যশোরবাসী।  শুক্রবার যশোর মুনশি মেহেরুল্লাহ ময়দানে ব্যস্ত শহরবাসী সকল কর্ম ব্যস্ততাকে দূরে ঠেলে দারুন উপভোগ করেন বিলুপ্ত প্রায় এই খেলাটি। যশোর ইনস্টিটিউটের প্রাণ পুরুষ রায় বাহাদুর যদুনাথ মজুমদারের সপ্তাহব্যাপী স্মরণ উৎসবের দ্বিতীয় দিনে আকর্ষণীয় মনোমুগদ্ধকর খেলাটি অনষ্ঠিত হয়। বিকেল থেকে শুরু হওয়া খেলা চলে রাত পর্যন্ত। বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করেন কুষ্টিয়া থেকে আগত লাঠিয়ালরা। যেটি যশোরবাসীকে দারুনভাবে বিমোহিত করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আমিরুল আলম খান, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক অসিত বরণ ঘোষ, কবি ও সাহিত্যিক গৌরব দীপ ভট্টাচার্য্য প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।