আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি যুবরাজ

0

 

আসন্ন আরব সম্মেলনে অংশ নিতে পারছেন না সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শারীরিক জটিলতার কারণে ভ্রমণ এড়িয়ে চলতে চিকিৎসকের পরামর্শ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আলজেরিয়ার প্রেসিডেন্টে কার্যালয়। খবর আল জাজিরা’র।
তবে যুবরাজের শারিরীক অবস্থা এবং আরব সম্মেলনে যোগ না দেওয়ার প্রসঙ্গে শনিবার তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি রিয়াদ।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ১ নভেম্বরের আরব সামিটে অংশগ্রহণ না করতে পারার জন্য ক্ষমা চেয়েছেন যুবরাজ সালমান। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবৌনির সঙ্গে টেলিফোনে আলাপকালে আরব সম্মেলনে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
করোনা মহামারির পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরব সামিট।