পাইকগাছায় সিত্রাং মোকাবেলায় জরুরী সভা অনুষ্ঠিত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় ঝুঁকিপূর্ণ দ্বীপ বেষ্টিত এলাকা দেলুটি ইউনিয়ন। সম্ভাব্য ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আগাম সতর্কতামূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের নির্দেশনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুকুমার কবিরাজ,রামচন্দ্র টিকাদার,রবীন্দ্রনাথ মন্ডল,কিংশুক রায়,চম্পক বিশ্বাস,পলাশ কান্তি রায়,রিংকু রায়,পবিত্র সরদার, বদিয়ার হোসেন,লক্ষ্মী রানী সরকার,বিনতা সরকার,মেরী রানী সরদার,ইউপি সচিব বিজয় কুমার পাল,ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য শেখ মোহম্মদ আলী ও সিপিপি ইউনিয়ন ডেপুটি টিম লিডার প্রসেনজিত মন্ডল মিঠু ।