মণিরামপুরে প্রতারণার অভিযোগে আটক মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত

0

 

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ যশোরের মণিরামপুরে সেনাবাহিনীর অফিস সহকারী পদে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কারাগারে থাকা মাদ্রাসা প্রভাষক মাওলানা ওবায়দুল্লাহকে  শনিবার বিকেলে পরিচালনা পর্ষদ চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। মনিরামপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ওবায়দুল্লাহ উপজেলার চালুয়াহাটি গ্রামের মৃত আবদুস সাত্তার মোড়লের ছেলে। মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট বশির আহম্মদ খান বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদ্রাসা থেকে জানা যায়, মণিরামপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ওবায়দুল্লাহ সেনাবাহিনীতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি পাইয়ে দিতে পৌরশহরের বিজয়রামপুর এলাকার মৃত এককার আলী গাজীর ছেলে আজিবর রহমানের সাথে মোট সাড়ে ১০ লাখ টাকার চুক্তি করেন। সে মোতাবেক অগ্রিম বাবদ তার কাছ থেকে গত জুলাই মাসের দিকে ওবায়দুল্লাহ ৯৫ হাজার টাকা গ্রহন করেন। বাকি টাকা নিয়োগপত্র পাবার পর যোগদানের আগেই পরিশোধ করার কথা। আজিবর জানান, চুক্তি অনুযায়ি মাওলানা ওবাইদুল্লাহ ৮ সেপ্টেম্বর সেনাবাহিনীর ‘ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে চাকুরির একটি স্থায়ী নিয়োগপত্র নিয়ে বাকি ৯ লাখ ৫৫ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু নিয়োগপত্র পেয়ে আজিবর যোগদান করতে গেলে কর্তৃপক্ষ ওই নিয়োগপত্রটি ভুয়া শনাক্ত করেন। ফলে যোগদান করতে ব্যর্থ হয়ে আজিবর বাড়িতে এসে ওবায়দুল্লাহর কাছে টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দিয়ে ওবায়দুল্লাহ তাকে বিভিন্নভাবে হয়রানি শুরু করেন। যে কারণে আজিবর রহমান টাকা ফেরতসহ প্রতারক ওবায়দুল্লাহর বিরুদ্ধে ২৬ সেপ্টেম্বর যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা (সিআর-৬৮৯/২২) করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে ওবাইদুল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত বুধবার (১৯ অক্টোবর) ওবায়দুল্লাহ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা মঞ্জুর না করে তাকে জেলহাজতে প্রেরন করেন। এ ঘটনায় শনিবার বিকেলে মাদ্রাসার পরিচালনা পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আরবি প্রভাষক ওবায়দুল্লাহকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ জানান, বরখাস্তের পর তাকে ডাকযোগে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।