যশোরের সুপরিচিত শাহনেওয়াজ বনির সড়ক দুর্ঘটনায় মৃত্যু

0

 

 

স্টাফ রিপোর্টার॥ যশোরের সুপরিচিত যুবক শাহনেওয়াজ বনি (৩৫) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বনি যশোরের বেজপাড়া মেইন রোডের মৃত কাজী ফরহাদুল ইসলাম ওরফে বাচ্চু কাজীর ছেলে। তার মামা এসএম তৌহিদুর রহমান প্রেসক্লাব যশোরের সম্পাদক এবং দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার।
মনিরামপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, বুধবার দুপুরে যশোর থেকে মোটরসাইকেলে চুকনগর যাওয়ার পথে মনিরামপুরের সুন্দলপুর বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুত আহত হন শাহনেওয়াজ বনি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনি একটি বেসরকারি কোম্পানির মার্কেটিং কর্মকর্তার চাকরি করতেন। দুই সন্তানের জনক বনি  বুধবার দুপুরে মোটরসাইকেলে চুকনগর যাচ্ছিলেন। বেলা দেড়টার দিকে মনিরামপুরের সুন্দলপুর বাজারের পাশে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে বনি গুরুতর জখম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তন্ময় বিশ্বাস জানান, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুপুর ২টা ২৭ মিনিটে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, সাংবাদিকসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক এসএম তৌহিদুর রহমানের ভাগ্নের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন।
আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান।
নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসাথে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।