তালায় বাল্যবিয়ে : বর ও কনের পিতাকে অর্থদণ্ড

0

 

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় দশম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে বিয়ে করার অপরাধে রবকে এবং মেয়ের পিতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস প্রত্যেককেই ৩ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযুক্ত বর সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাংগা গ্রামের গোলাম রসুল গাজীর ছেলে মো. ওয়ালিউল্লাহ। আর বাল্যবিয়ের শিকার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের এরশাদ আলী মোড়লের মেয়ে উর্মি খাতুন (১৬)। সে বর্তমানে কাশিয়াডাংগা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। এ সময় বাল্যবিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে মেয়ের পিতার মুচলেকা গ্রহণ করা হয়। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ৬ মাসের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা হবে বলে জানা যায়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, মঙ্গলবার রাতে পারিবারিক সম্মতিতে গোপনে ওই ছাত্রীকে বিয়ে করেন অভিযুক্ত বর মো. ওয়ালিউল্লাহ। বুধবার সকালে বিষয়টি জানতে পেরে সাকিবুর রহমান নামের এক ব্যক্তি সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি ও জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা কমিটির সভাপতিসহ মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করেন। এ সময় থানা পুলিশের সহয়তা রবকে এবং কনের পিতাকে নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে জরিমানা করেন।
তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।