যশোরে ভলিবলে কাজীপাড়া তরুণ, শামসুল হক স্মৃতি, ছয়তারা ও বিপ্লব শহীদের জয়

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ ভলিবল লিগের  শনিবারের চারটি খেলায় জয় পেয়েছে কাজীপাড়া তরুণ সংঘ, শামসুল হক স্মৃতি সংঘ, ছয়তারা যুব সংঘ, বিপ্লব শহীদ ক্রীড়া চক্র।
যশোর নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ডে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার ডিভিশনের প্রথম খেলায় পিউড়ী সেবা চক্রকে ২-০ সেটে পরাজিত করে কাজীপাড়া তরুণ সংঘ। দ্বিতীয় খেলায় মান্নান ইসহাক ট্রাস্ট একাদশকে ২-০ সেটে পরাজিত করে ছয়তারা যুব সংঘ। প্রথম বিভাগের প্রথম খেলায় প্রান্তিক স্পোর্টিং ক্লাবকে ২-০ সেটে পরাজিত করে বিপ্লব শহীদ ক্রীড়া চক্র । দ্বিতীয় খেলায় এম আর এস আর সংস্থাকে ২-০ সেটে পরাজিত করে শামসুল হক স্মৃতি সংঘ।