যশোরে ভলিবল লিগে জয় অনির্বাণ সংঘ, ইনসস্টিটিউট আ.সালাম স্মৃতি ও ম্যাগপাই

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ ভলিবল লিগের  বৃহস্পতিবার ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় জয় লাভ করে ই-ব্লক অনির্বান সংঘ, ক্রীড়া সংসদ যশোর ইনস্টিটিউট, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্মৃতি সংঘ ও ম্যাগপাই স্পোর্টস ক্লাব।
প্রিমিয়ার ডিভিশনের প্রথম খেলায় খান মেটাল একাদশকে ২-১ সেটে পরাজিত করে ই-ব্লক অনির্বাণ সংঘ। দ্বিতীয় খেলায় মান্নান ইসহক ট্রাস্ট একাদশকে ২-০ সেটে পরাজিত করে ক্রীড়া সংসদ যশোর ইন্সস্টিটিউট । প্রথম বিভাগের প্রথম খেলায় সাইফুল আরিকুল স্মৃতি সংঘকে ২-০ সেটে পরাজিত করে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্মৃতি সংঘ। দ্বিতীয় খেলায় নবারুল সংঘকে ২-০ সেটে পরাজিত করে ম্যাগপাই স্পোর্টস ক্লাব।