মহেশপুরে সাংবাদিক জিয়ার দাদির মৃত্যু

0

স্টাফ রিপোর্টার॥ প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের দাদি হাওয়াতুন্নেছা বেগম বুধবার বার্ধ্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে হাওয়াতুন্নেছা বেগমের বয়স হয়েছিলো ১০৩ বছর। তিনি ১ ছেলে,২ মেয়েসহ নাতি-পুতি রেখে গেছেন।
বাদ আছর ভৈরবা আলহেরা দাখিল মাদ্রাসা চত্তরে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক জিয়ার দাদির মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মহেশপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন,সাধারণ সম্পাদক অসীম মোদক, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি,সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস,পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।