কপোতাক্ষ নদ রক্ষায় উদ্বুদ্ধকরণে প্রীতি ফুটবল ম্যাচ

0

 

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার কপিলমুনি “কপোতাক্ষ নদ বাঁচাও, সুন্দরবন বাঁচাও” শ্লোগানকে সামনে রেখে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মাহমুদকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াটারকিপার বাংলাদেশ এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। খেলায় অনির্বাণ লাইব্রেরি একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে সাতক্ষীরার তালা শহীদ মুক্তিযোদ্ধা আলিম সাহিত্য সংসদ একাদশ জয়লাভ করে।
খেলা শেষে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সম্বয়ক জ্যেষ্ঠ সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি আযম খান কমার্স বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার ঘোষ, প্রাক্তন শিক্ষক গনেশ চন্দ্র ভট্টাচার্য, সাংবাদিক শাকিলা পারভীন রুমা, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, প্রতিষ্ঠাতা সম্পাদক মানিক ভদ্র, আলিম সাহিত্য সংসদের সভাপতি শেখ কালাম, সাধারণ সম্পাদক সানজিদুল হাসান প্রমুখ।
ধারাভাষ্যে ছিলেন, সাংবাদিক রিয়াদ হোসেন।