যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ শেষ রক্ষা হবে না, রাজপথে আছি রাজপথেই থাকবো : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আওয়ামী লীগের হাতে দেশ এবং জনগণ ন্যূনতম নিরাপদ নয়। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে হলেও নিজের অবৈধ মসনদকে টিকিয়ে রাখতে চায়। আজকে সীমান্ত অরক্ষিত সেখানে প্রতিবেশী দেশ আগ্রসন চালাচ্ছে। দেশের মধ্যে বিদেশের নাগরিক ধরা পড়ছে। দেশের অভ্যন্তরে একের পর এক নৃশংস হত্যাকা- ঘটেই চলেছে। অন্যদিকে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ বন্ধ করে দিয়ে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। তারা তাদের অনুগত প্রশাসন দিয়ে বিএনপির জনবান্ধব শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ নিরাপদ কর্মীদের হত্যা করছে।
মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে জেলা যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি জনগণের যৌক্তিক দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। যে কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা রয়েছে। সরকার সেই জনবান্ধব কর্মসূচি নস্যাৎ করতে একের পর নৃশংস তান্ডব চালাচ্ছে। যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত, আজ তারাই এই অবৈধ কর্তৃত্ববাদী সরকারের অনুগত হয়ে নির্বিচারের গুলি চালিয়ে একের পর নিরীহ নিরাপদ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। একের পর এক স্বজনহারা ব্যক্তির আর্তনাদে বাংলার বাতাস ভারি হয়ে উঠলেও সেটি সরকারের হৃদয়কে স্পর্শ করে না।
তিনি বলেন, সরকার তার মসনদ টিকিয়ে রাখতে যতই হত্যা, খুন গুমের পথ বেছে নিক না কেন, শেষ রক্ষা হবে না। রাজপথে আছি রাজপথেই থাকবো, জনগণের জানমালের নিশ্চয়তা সর্বোপরি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ।
জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি মিন্টু মন্ডল, সাইদুর রহমান বিপুল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম,সদস্য সচিব শেখ রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, নগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল।