পাইকগাছায় ১০ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাইকগাছা পৌর সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুর ৩ টায় এ অভিযানে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম হোসেন ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনূর আলম। প্রসিকিউশন ছিলেন পাইকগাছা উপজেলা স্যানিটারি ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল। অভিযানে বিভিন্ন অপরাধে রুপা স্টোরের মালিক স্বপন সাধুকে ১০ হাজার টাকা, ডিজিটাল ইউনানী স্টোরের মালিককে ৫ হাজার টাকা, মিতু স্টোরের মালিককে ২ হাজার টাকা, হোটেল অন্য রকম মালিককে ৫ হাজার টাকা, জুয়ল ড্রাগ হাইজ মালিককে ৫ হাজার টাকা, ইউনাননী দাওয়াখানা মালিককে ৫ হাজার টাকা,তফেল ঔষধালয়ের মালিককে ১০ হাজার টাকা, কালিমাতা মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা,অতীষ স্টোরের মালিককে ৩ হাজার টাকা, দধি ঘরের মালিককে ৫ হাজার ডহসেবে মোট ১০ ব্যবসায়ীর কাছ থেকে ৫২ হাজার জরিমানা আদায় করা হয়।