বলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের জীবনাসান

0

লোকসমাজ ডেস্ক ॥ বলিউডের জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব মারা গেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এ অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর। ভারতের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত মাসের ১০ তারিখ ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন এ শিল্পী।এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতিও হয়। কিন্তু ১ সেপ্টেম্বর আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজু শ্রীবাস্তব।
১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর উত্তর প্রদেশের কানপুরে এক মধ্যবিত্ত পরিবারে রাজুর জন্ম। অটোচালক থেকে হয়ে ওঠেন দেশ সেরা কৌতুকশিল্পী  ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে দর্শকদের মন মাতিয়েছিলেন। কমেডি নাইটস, বিগ বস, নাচ বালিয়ের মতো জনপ্রিয় টিভি শোতেও তাকে অভিনয় করতে দেখা গেছে।