বিএনপি নেতাদের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

0

 

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ নেতা বৈঠকে অংশ নিয়েছেন।
বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনসহ দ্বিপক্ষীয় নানা ইস্যু নিয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ ছাড়াও দুই দেশের সমসাময়িক নানা বিষয়ও বৈঠকে আলোচনায় স্থান পায় বলে জানান তিনি।
বৈঠকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীদের হামলা এবং শনিবার বনানীতে বিএনপি নেতা তাবিথ আউয়াল ও কুমিল্লায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর উপর হামলার বিষয়টি বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হয়।