যশোরে জেলি পুশ করা ২শ কেজি চিংড়ি ধ্বংস, লাখ টাকা অর্থদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে শনিবার র‌্যাব ও মৎস্য কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি টিম অভিযান চালিয়ে জেলি পুশ করা ২শ কেজি চিংড়ি জব্দের পর ধ্বংস করেছে। এছাড়া চিংড়ির মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা হতে একটি ট্রাকে করে জেলি পুশ করা চিংড়ি নিয়ে যশোর হয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছে। এ খবরের প্রেক্ষিতে গত শনিবার রাতে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদারের সমন্বয়ে গঠিত একটি টিম যশোরের রাজারহাটে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করা হয়। পরে ওই ট্রাকে (যশোর-ট-১১-৩৫৯২) তল্লাশ চালিয়ে জেলি পুশ করা ২শ কেজি চিংড়ি জব্দ করা হয়। একই সাথে জব্দ করা চিংড়ি ধ্বংস করা হয়। এছাড়া চিংড়ির মালিক হযরত আলীকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। হযরত আলী সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের বাসিন্দা।