যশোরের বাগআঁচড়া বাজারে বিএনপি নেতাকে হত্যা চেষ্টা যুবলীগ সন্ত্রাসীদের

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আসাদুজ্জামান মিঠু (৪৮) নামে বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। তার একটি হাত ভেঙ্গে গেছে। বাজারের একটি লেদ মেশিনের বসে থাকা অবস্থায় স্থানীয় যুবলীগ নেতা ইকবাল হাসান টুটুলের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালায়। আহত বিএনপি নেতাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে হাসপাতালে দেখতে যান।
আসাদুজ্জামান মিঠু শার্শা বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং ছাত্রদল শার্শা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। আসাদুজ্জামান মিঠু জানিয়েছেন, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীর হোসেনের লেদ মেশিনে বসে তিনি কাজ করছিলেন। এ সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান টুটুলের নেতৃত্বে আলমগীরসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় এসে তার উপর অতর্কিত বলে স্টীলের পাইপ ও রড দিয়ে আসাদুজ্জামানকে বেগম প্রহার করার পর হত্যার চেষ্টা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি মারপিট আসাদুজ্জামানের বাম হাত ভেঙ্গে যায়। পরে লোকজন উপস্থিত হলে সন্ত্রাসীরা সেখান থেকে চলে যায়। এরপর স্থানীয় লোকজন প্রায় মৃত অবস্থায় তাকে উদ্ধার করে বাগআঁচড়া বাজারের একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ওই রাতে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। গতকাল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আহত আসাদুজ্জামান মিঠুকে হাসপাতালে দেখতে যান। তিনি তার শয্যা পাশে দীর্ঘ সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, সদস্য সচিব, হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুজ্জামান লিটন, চৌগাছা উপজেলা বিএনপির মো. আব্দুল ওয়াহেদ, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. রাজিদুর রহমান সাগর প্রমুখ। পরে অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতালে চিকিৎসাধীন শহরের জেল রোড এলাকার বাসিন্দা মো. আব্দুস সাত্তার, ঝিকরগাছার গদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান ও সাবেক ছাত্রদল নেতা বনি ইসলামের মাতাকে দেখতে যান এবং তাদের আশু সুস্থতা কামনা করেন।