যশোর ১ম বিভাগ ফুটবলে রাহুল স্মৃতির জয় ৯-১ গোলে

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগে রেকর্ড গড়ে জয় লাভে করলো রাহুল স্মৃতি সংসদ। প্রতিপক্ষ আজাদ স্পোর্টিং ক্লাবকে গোলের বন্যায় ভাসিয়েছে তারা। এক দিকে ৯-১ গোলের বড় জয়, অন্যদিকে দুই খেলোয়াড়ের হ্যাট্রিক গোলের রেকর্ড। এটি চলতি লিগে কোন দলের সর্বোচ্চ গোল একই সর্বোচ্চ হ্যাট্রিক।  শনিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ীদলের পক্ষে স্বাধীন ও শিপন ৩টি করে এবং রাব্বি,জাহিদ ও প্রশান্ত ১টি করে গোল করেন। বিজীতদলের পক্ষে একমাত্র গোলটি করেন আমিনুর রহমান।