মাগুরায় ৩ জনকে আটক করে ৯ কেজি গাঁজা উদ্ধার

0

 

লোকসমাজ ডেস্ক॥ মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যে নয় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন-মাগুরা শহরতলীর কলকলিয়া পাড়ার রাজন বিশ্বাস (৩০), বাটিকাঙ্গা এলাকার আব্দুল আলিম (৪৫) ও একই এলাকার বিল্লাল হোসেন (৩৬)।
বৃহস্পতিবার দুপুরে তাদের গণমাধ্যমের সামনে আনা হয়। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাগুরা সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
ওসি বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন তারা। পরে তাদের দেওয়া তথ্যে শহরতলীর মোল্যার বাড়ি থেকে আট কেজি ও শহরের মোল্যা পাড়া এলাকা থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।