স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি জিলানী, সাধারণ সম্পাদক রাজীব

0

 

লোকসমাজ ডেস্ক॥ এস এম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও ১ নং সহ-সভাপতি হয়েছেন ইয়াছিন আলী, ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হাসান।