অভয়নগরে থেমে নেই কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারবার

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে আবারও অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা বানানোর অভিযোগ ওঠেছে। ওই এলাকার পরিবেশ দূষণ হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলার সিদ্দিপাশা এলাকায় প্রতিনিয়ত কাঠ পুড়িয়ে কয়লার ব্যবসা করে যাচ্ছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। তারা ট্রলিতে করে কাঠ নিয়ে শতাধিক মাটির কাঁচা চুল্লি তৈরি করে কয়লা বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে।
সরেজমিনে দেখা যায়, গাছ কেটে ছোট ছোট কাঠের টুকরা বানিয়ে চুল্লির মধ্যে দিয়ে জ্বালানো হচ্ছে। এক পাশ দিয়ে ছোট কয়লা বের করা হচ্ছে। অন্যপাশে সেই কয়লা শুকানো হচ্ছে। বাকি জায়গায় বস্তায় ভর্তি করে রাখা হয়েছে। চুল্লির মধ্যে সারিবদ্ধভাবে কাঠ সাজিয়ে চুল্লির খোলা মুখ দিয়ে আগুন দেওয়া হয়। প্রায় ৭ থেকে ১০ দিন পোঁড়ানোর পর চুলা থেকে কয়লা বের করা হয়। প্রতিটি চুল্লিতে প্রতিবার ২৫০ থেকে ৩০০ মণ কাঠ পোঁড়ানো হয়। কাঠ পুড়ে কয়লা হলে সেগুলো বিক্রির উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, কাঠ পুড়িয়ে কয়লা বানানোর সময় ধোঁয়ায় তদের শ্বাসকষ্টসহ নানাবিধ রোগ দেখা দিয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর থেকে বারবার অভিযান চালিয়ে চুল্লিগুলো গুঁড়িয়ে দিলেও বন্ধ হয়নি এ অবৈধ ব্যবসা। প্রতিবারই আরও নতুন নতুন চুল্লি তৈরি হয়েছে। ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, উজাড় হচ্ছে গাছপালা।
স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়লা তৈরি কারীরা এতটাই দুর্র্ধর্ষ যে স্থানীয়রা তাদের বিরুদ্ধে প্রতিবাদ তো দূরের কথা মুখ খুলতেও সাহস পায় না। মাটি, ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা চুল্লিতে প্রতিদিন কয়েক শ মণ কাঠ পোঁড়ানো হচ্ছে।
এ বিষয়ে অভয়নগর উপজেলা নিবার্হী অফিসার মেজবাহ উদ্দীন বলেন, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দ্রুতই অভিযান চালানো হবে।