যশোরে জানাযায় অনিন্দ্য ইসলাম অমিত শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাব

0

 

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন মাহমুদ আকাশের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা যশোর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে সরকারের অনুগত পুলিশের গুলিতে একের পর এক বিএনপির নিরীহ কর্মীদের জীবন দিতে হচ্ছে। সর্বশেষ শাওন মাহমুদ আকাশকে জীবন দিতে হলো। তারপরও বিএনপির লড়াই অব্যাহত থাকবে। কারণ এই লড়াই বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য নয়। এই লড়াই মাজলুমের পক্ষে। মানুষের নিরাপদ বাসস্থান, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাসহ সকল মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। গুলি করে কাঙ্খিত লক্ষ্য থেকে আমাদের সরানো যাবে না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের লড়াই চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। অনিন্দ্য ইসলাম অমিত শাওন মাহমুদ আকাশসহ সকল গণতান্ত্রিকআন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাযায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আলাহজ্ব মিজানুর রহমান খাঁন, মারুফুল ইসলাম,নরগ বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ। এঘটনায় আজ যশোর জেলা বিএনপির আয়োজনে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।