নড়াইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হামলায় শিশুসহ ৩০ নেতাকর্মী আহত

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলের নড়াগতিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হামলায় পথচারী এক শিশুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের গুলিবিদ্ধ পাঁচজন নেতা-কর্মীসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।
দলের নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে জেলার নড়াগাতি থানা সংলগ্ন কেজি স্কুল চত্ত্বরে জেলা বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্ধারিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কর্মীরা অতর্কিত হামলা করেছে বলে বিএনপির নেতৃবৃন্দ দাবি করেছেন। এ ঘটনায় নড়াগাতি থানার চোরখালী গ্রামের বাসিন্দা সোহান (৯), খাশিয়াল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহ্ মোল্যা (২৯), মাউলী ইউনিয়ন যুবদলের সভাপতি শিমুল মোল্যা (৩০), নড়াগাতি থানা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মামুন (৩০), ছাত্রদল নেতা রিফাত খান (১৮) ও ফাহিম (১৭), খাশিয়াল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গফ্ফার মোল্যা (৩২), নড়াইল জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত কবীর রুবেল (৪৫),কালিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক হাচিবুর রহমান (২৮), নড়াইল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম (২৮) নড়াগাতি থানা যুবদলের সদস্য সচিব শাখাওয়াত হোসেন ঝুনুসহ প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন।আহতদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল, গোপালগঞ্জ সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম অভিযোগে বলেন,‘ বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালনকালে পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশ স্থলে হামলা চালিয়ে সমাবেশ প- করে দিয়েছে। তাদের হামলায় এক পথচারী শিশুসহ প্রায় ৩০ জন নেতাকর্মী মারাতœক জখম হয়েছেন বলে তিনি দাবি করেন।’
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত বলে তিনি জানান।