ফয়সাল খানের বিরুদ্ধে এবার স্ত্রীর মালা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যৌতুক দাবির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল খানের বিরুদ্ধে এবার আদালতে মামলা করেছেন তার স্ত্রী যুবলীগ নেত্রী নাজনীন আফরোজ লিজা।  রোববার তিনি আদালতে মামলাটি করেন। নাজনীন আফরোজ লিজা শার্শা উপজেলার দক্ষিন বুরুজবাগান গ্রামের আলতাফ হেসোনের মেয়ে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বাদির আইনজীবী আমীর আলী।
গত ১৪ ফেব্রুয়ারি প্রতারণা ও ব্যাভিচারের অভিযোগ এনে ফয়সাল খান তার স্ত্রী নাজনীন আফরোজ লিজাসহ চার জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন তার স্ত্রী জেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক।
নাজনীন আফরোজ লিজা মামলায় উল্লেখ করেছেন, ২০১৮ সালের ৭ ডিসেম্বর ফয়সাল খান বিয়ে করেন লিজাকে। বিয়ের সময় ফয়সাল খানকে যৌতুক হিসেবে নগদ সাড়ে ৪ লাখ টাকা ও দেড় লাখ টাকার সাংসারের মালামাল দেয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে ফয়সাল খান ২ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করেন। চলতি বছরের ২০ জানুয়ারি যৌতুকের ২ লাখ টাকা দিতে ব্যর্থ হওয়ায় লিজাকে একবস্ত্রে বাড়ি থেকে তাড়িয়ে দেন ফয়সাল খান। ২৭ জানুয়ারি বিষয়টি মীমাংসার জন্য ফয়সাল খানকে লিজার পিতার বাড়িতে ডেকে আনা হয়। এ সময় যৌতুক ছাড়া ফয়সাল খান তার স্ত্রীকে নিয়ে সংসার করবেনা বলে জানিয়ে দেন। এ কারণে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন লিজা।