যশোরে আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব পরিদর্শন করে বিএনপির শীর্ষ নেতার বিস্ময় প্রকাশ

0

 

মাসুদ রানা বাবু ॥ যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলনের নেতৃত্বাধীন সন্ত্রাসীদের তান্ডবে ক্ষতিগ্রস্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামসহ চার নেতার ক্ষতিগ্রস্ত বাসভবন পরিদর্শন করেছেন দলের শীর্ষ দুই নেতা।  সোমবার জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এই শীর্ষ দুই নেতা প্রথমে ঘোপ পিলু খান সড়কে তরিকুল ইসলামের বাসভবনে যান। তার স্ত্রী জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও কনিষ্ঠপুত্র দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তাদের কাছে শুক্রবার দিবাগত রাতে চালানো লোমহর্ষক সন্ত্রাসী হামলার বর্ণনা দেন। এছাড়া নেতৃদ্বয় রোববার প্রকাশ্য দিবালোকে শহরে দাড়াটানায় অনিন্দ্য ইসলাম অমিতকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িতে চালানো সশস্ত্র হামলার বর্ণানা শোনেন এবং ক্ষতিগ্রস্ত গাড়িটি পরিদর্শন করেন। নেতৃদ্বয় বাসভবনে ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে ঘুরে দেখেন। এরপর গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপশহর বি ব্লকস্থ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, ডি ব্লকস্থ আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খাঁন এবং ধর্মতলা মোড়স্থ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের ক্ষতি গ্রস্থ বাসভবন পরিদর্শন করেন। রাতের আঁধারে সন্ত্রাসীদের সিরিজ হামলার নারকীয় তান্ডবের চিত্র দেখে তারা বিস্ময় প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দলের খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান প্রমুখ।