স্বাধীন বাংলা দলের ফুটবলার আবদুল হাকিম আর নেই

0

স্পোর্টস রিপোর্টার॥ স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় আবদুল হাকিমের জীবনাবসান ঘটেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রবিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গত দুই বছর ধরে যশোরের উপশহরস্থ নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন হাকিম। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
যশোর উপশহরের ‘এ’ ব্লক মসজিদে আছরের নামাজের পর হাকিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা হয় যশোর শাসস-উল-হুদা স্টেডিয়ামে।
এরপর যশোরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থানে কৃতী এ ফুটবলারের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
সত্তর ও আশির দশকের দেশের অন্যতম সেরা লেফট উইংব্যাক ছিলেন হাকিম। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সভাপতিবৃন্দ, সদস্য, সাধারণ সম্পাদক ও কর্মকর্তা-কর্মচারীগণ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।