যশোর নগর ও সদর উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তি দাবি

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলাম সহ জেলা বিএনপির তিন শীর্ষ নেতার বাস ভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা বলেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ দেশব্যাপী সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের সন্ত্রাসী কালো হাত দেশে একের পর এক বিএনপি নেতা কর্মীদেরকে আঘাত করছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতের আঁধারে দলের শীর্ষ নেতাকর্মীদের বাস ভবনে সন্ত্রাসীরা তান্ডব চালিয়েছে। গতকাল শনিবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, যশোরের মাটিতে কোন সন্ত্রাসীদের ঠাঁই হবে না। অতীতেও তারা একই ভাবে রাতের আঁধারে তরিকুল ইসলামসহ শীর্ষ নেতাদের বাস ভবনে হামলা চালায়। আর যদি এই ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের পুনরাবৃত্তি ঘটে তাহলে সাধারন জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেয়া হবে। অবিলম্বে এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার জন্য নেতৃবৃন্দ প্রশাসনের কাছে জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ,সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।