রামপালে স্বেচ্ছাসেবক লীগের শোক দিবস পালন

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. রাসেল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চয়ন মন্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল, ভোজপাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিব সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদি প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।