ফুলতলায় ইউএনওর পদক্ষেপে শ্লীলতাহানির আসামি আটক

0

 

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের তড়িৎ পদক্ষেপে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানিকারী লম্পট জাকির হোসেন (৪০)কে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা ফুলতলা থানায় মামলা করলে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলতলার যুগ্নিপাশার দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া ছাত্রী (১৩) গত রোববার প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই এলাকার আক্কাস আলী মোড়লের ছেলে জাকির হোসেন তার শ্লীলতাহানি ঘটায়। ভুক্তভোগী ্ওই পরিবার গত ৩ দিন ধরে থানা পুলিশে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। ফলে বুধবার দুপুরে তারা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনকে বিষয়টি জানালে তিনি তৎক্ষণিকভাবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে সন্ধ্যায় জাকিরের বাড়ি অভিযান চালান। এ সময় জাকির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শ্লীলতাহানির কথা স্বীকার করে। এ ব্যাপারে ওই ছাত্রীর পিতা জাকির হোসেনকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেন। পুলিশ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন, ফুলতলা উপজেলায় ইভটিজিং, শ্লীলতাহানি ও বাল্য বিবাহের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।