বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে ঝিকরগাছায় যুবদলের জরুরি সভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ আগস্ট ঝিকরগাছায় বিএনপির বিক্ষোভ সফলের লক্ষ্যে ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে জরুরি সভায় সভাপত্বি করেন উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। পৌর যুবদলের আহবায়ক আরাফাত কোমলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাজেদুল হক, রফিকুল ইসলাম মুকুল, জহিরুল ইসলাম, খালেদুর রহমান উজ্জল, আজহারুল ইসলাম, আশরাফুল ইসলাম সাগর, আব্দুল আজিজ, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, হজরত আলী, গোলাম মোর্শেদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শাকিল হোসেন, নুর রেজা শুভ্র, এনামুল হক বাবু, আমিনুর ইসলাম, মারুফ হোসেন, আসিফ রেজা, আল আমিন বিশ^াস, রোকনুজ্জামান, তরিকুল ইসলাম, আশিকুজ্জামান টিটোসহ ১১ ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ। সভায় আগামী ২৮ আগষ্ট সমাবেশ সফলে সকলকে নিজনিজ স্থান থেকে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন ও সদস্য সচিব নাজমুল হক নাজু।
সভা শেষে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।