শরণখোলায় মিনি চাইনিজে অভিযান, জরিমানা

0

 

শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার শের-ই বাংলা সড়কের ‘এএফসি’ মিনি চাইনিজে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখা ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী অভিযান পরিচালনা করেন। এ সময় রেস্টুরেন্টে তল্লাশী চালিয়ে বিভিন্ন স্কুল-মাদ্রাসার তিন জোড়া কপোত-কপোতীকে হাতেনাতে ধরেন। পরে তাদের কাছ থেকে মুচলেকা রেখে অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়।
ওই মিনি চাইজটিতে মেয়াদোত্তীর্ণ খাবার রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মালিক মীর আদাজ রানাকে ভোক্তা অধিকার আইনের আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এএফসি নামে ওই মিনি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। মালিক মীর আজাদ রানা তার কর্মকাণ্ডের জন্যে ভুল স্বীকার করেন।