তালায় বাল্যবিয়ের অপরাধে কনের পিতাকে জরিমানা

0

 

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় এক কিশোরীকে (১৫) বিয়ে দেয়ার অপরাধে কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস তাকে জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তালা উপজেলার মানিকহার গ্রামের মোকফুর রহমানের মেয়ের সঙ্গে নগরঘাটা গ্রামের মোহাম্মদ সিরাজুলের ছেলে আব্দুল আওয়ালের বিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার রোববার দুপুরে ওই কিশোরীর বাড়িতে অভিযান চালান । উপস্থিতি টের পেয়ে বরযাত্রী, কাজী ও কনের বাড়ির সব পুরুষরা পালিয়ে যান।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কনেকে বরের বাড়িতে যেতে দেবেন না এবং বরকেও কনের বাড়িতে আসা-যাওয়া করতে দেবেন না মর্মে মুচলেকা নেন। অভিযানকালে থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি আদালতকে সহযোগিতা করেন।
ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, তালা উপজেলায় বাল্যবিয়ে কোনোভাবেই মেনে নেয়া হবে না।