ঝিকরগাছায় মাছের ঘেরে বিষপ্রয়োগ

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় রফিকুল ইসলাম রফিক নামের এক মৎস্যচাষির ঘেরে বিষপ্রয়োগ করা হয়েছে। এতে তার প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মৎস্যচাষি ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, ঝিকরগাছা সদর ইউনিয়নের পুদ্মপুকুর গ্রামের মৃত মঙ্গল শেখ মুন্সির ছেলে ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে রফিক লিজ নিয়ে ৬বিঘা একটি মাছের ঘেরে দীর্ঘদিন ধরে চারা পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছেন। কিন্তু গত ১৮ আগস্ট রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দু®কৃতিকারীরা ওই মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে মৎস্যচাষি রফিকুল ইসলাম রফিকের প্রায় ৬০ মণ মাছ মারাগেছে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৩লাখ টাকা বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগের ঘটনায় এলাকার অন্য মৎস্যচাষিদের মাঝে আফ্ ুবিরাজ করছে বলে জানাগেছে।