যশোরে ডিমের ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥  বৃহস্পতিবার যশোর শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে মুরগির ডিম ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং বেশি দামে মুরগি বিক্রির অপরাধে আরও ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে একটি টিম শহরের বারান্দীপাড়া খালধার রোডের আনিস এন্টারপ্রাইজে অভিযান চালায়। এ সময় দোকান মালিক ডিম ক্রয়ের রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ঘোপ জেল রোডের বিসমিল্লাহ ডিম হাউজে অভিযান চালানো হলে অনুরূপ দোকান মালিক ডিম ক্রয়ের রশিদ দেখাতে না পারায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনুরূপ অপরাধে একই এলাকার ভাই ভাই এন্টারপ্রাইজের মালিককে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মুরগির ক্রয় তালিকা প্রদর্শন না করায় রেলবাজার এলাকার আব্দুল মান্নান ব্রয়লার হাউজের মালিককে ২ হাজার টাকা ও বড়বাজারের (মুরগির বাজার) সাদ্দাম ব্রয়লার হাউজ প্রতিকেজি ১৬৫ টাকা দরে ব্রয়লার কিনে ২শ টাকা দরে বিক্রির অপরাধে দোকান মালিককে ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।