সেই হাসি পেল পঁচিশ হাজার টাকা

0

 

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ রোববার সকালে শার্শার জামতলার রাসুল সেনার সদস্য হবিবুর রহমান, জামাল হোসেন, হাসানুজ্জামান, রাজু খাঁন ও হাফেজ সায়েম বিল্লাহ এসেছিলেন হোসনেয়ারা হাসির বাড়িতে। তারা প্রবাসীদের দেয়া অর্থ তুলে দেন হাসির দাদা আতিয়ার রহমানের হাতে। এ সময় হাসি ও তার মা সেখানে উপস্থিত ছিলেন। হোসনেয়ারা যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের হোসেনের মেয়ে। তার এখন বয়স ৮ বছর ৪ মাস। তিন বছর বয়সে হাসির হার্টের রোগ ধরা পড়ে। হাসির হার্টে ছিদ্র। হার্টের শিরাগুলো শুকিয়ে ছিদ্র অনেক বড় হয়ে গেছে। তার শ্বাস- প্রশ্বাসে কষ্ট হয়। জ্বর আসে। তীব্র যন্ত্রণা অনুভুত হয়। এখনই অপারেশন করতে হবে। অনেক টাকার দরকার। কমপক্ষে ৪ থেকে ৫ লাখ টাকা লাগতে পারে। হোসনেয়ারার পিতা সরকারি জমিতে বাস করেন। দিন মজুর। এতোগুলো টাকা কোথায় পাবেন? এ ব্যাপারে লোকসমাজে খবর প্রকাশ হলে প্রবাসী জাকির হোসেনের নজরে পড়ে। তিনি তার প্রবাসী বন্ধুদের সহযোগিতা নিয়ে রাসুল সেনার সদস্যদের দিয়ে ২৫ হাজার টাকা হোসনেয়ারার পরিবারের হাতে তুলে দেন। এখনো অনেক টাকার প্রয়োজন। শিশুটিকে বাঁচাতে সকলে এগিয়ে আসুন। আঁখির নিজস্ব বিকাশ নম্বর +৮৮ ০১৭৪০-৮৬০১৭৬ এ পাঠাতে পারেন।