চিংড়ি মাছে অপদ্রব্য পুশের অভিযোগে ৭ জনকে কারাদণ্ড

0

 

খুলনা ব্যুরো ॥ খুলনার ‘প্রিয় ফিশ ডিপো’ নামের একটি প্রতিষ্ঠানে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় ৭০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে পূর্ব রূপসা ঘাটের মাইক্রোবাসস্ট্যান্ড এলাকায় র‌্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।
দণ্ড প্রাপ্তরা হলেন-বাগেরহাটের ফকিরহাটের আনন্দ গাইন, সাতক্ষীরার আলী মুনসুর, রূপসার মো. সেলিম, রফিকুল ইজারদার, ইমন মোল্লা ও বাবুল শেখ এবং খুলনা সদরের টিপু সিকদার।
র‌্যাব-৬ এর এএসপি অহ্ন চাকমা জানান, বৃহস্পতিবার র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পূর্ব রূপসা ঘাটের কাছে মাইক্রোবাস স্ট্যান্ডের বিপরীতে প্রিয় ফিশ ডিপোর বাইরে থেকে তালা দিয়ে ভেতরে চিংড়িতে অপদ্রব্য পুশ করা হচ্ছে। এমন সংবাদের র‌্যাবের একটি অভিযানিক দল রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাসনিম ও উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় জব্দ করা ৭০ কেজি চিংড়ি ধ্বংস ও দণ্ড প্রাপ্ত আসামিদেরকে জেলহাজতে পাঠানো হয়।