মোরেলগঞ্জে ভূয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

0

 

মোরেলগঞ্জ সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে এক ভূয়া পল্লী চিকিৎসক মো. আবুবকরকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস জেল প্রদান করেছেন।
এই অবৈধ পল্লী চিকিৎসক বিটিএফ নামে একটি ভূয়া প্রতিষ্ঠান খুলে এর পরিচালক হিসেবে নেজকে পরিচয় দেন এবং ট্রেনিং দেন। শুক্রবার সকালে উপজেলার ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। এ সময় বিটিএফ নামের ভূয়া প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। প্রতিষ্ঠানটির নামে দীর্ঘ ১৫ বছর ধরে প্রতারণার ব্যবসা করে আসছে এই ভূয়া চিকিৎসক।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতিষ্ঠানটি কোনো প্রকার বৈধ প্রকার কাগজপত্র দেখাতে পারেন। প্রতিষ্ঠানটি নিজস্ব আইডি খুলে ওয়েবসাইটে মানুষের সাথে প্রতারণা করছে এই প্রতিষ্ঠানটি কোন অস্তিত্ব নাই।