পাইকগাছায় বিদ্যুতের লোডশেডিং চরমে

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় বিদ্যতের লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে। সময় অসময়ে ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়া খেলায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কর্মক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। বিশেষ করে প্রতিরাতে বিদ্যুৎ না থাকায় গরমে ঘুম হারাম হচ্ছে অনেকের। ছোট শিশুদের অবস্থা আরও ভয়াবহ। ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। সাধারণ মানুষের আয় রোজগার কমে গেছে। এছাড়া কোন কোন সময় মিনিটে মিনিটে বিদ্যুতের আসা -যাওয়া খেলায় বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে।
ইলেকট্রনিক মেকানিক সুব্রত কুমার বিশ্বাস বলেন,ঘন ঘন বিদ্যুৎ আসা- যাওয়া করায় মেকানিক্যাল কাজে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে আয়- রোজগার অনেক কমে গেছে। দোকান বন্ধ করে বাড়িতে অবসর সময় কাটাতে হচ্ছে অনেক সময়।
পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে লোডশেডিং দিতে হচ্ছে।