শৈলকুপায় বিএনপির পরিচিতিসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

0

 

শৈলকুপা( ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের শৈলকুপা পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পৌর বিএনপির উদ্যোগে পৌর কমিটির পরিচিতি সভা ও জেলা বিএনপির নেতাদের সংবর্ধনার আয়োজন করা হয়। পৌরসভার ১নং ওয়ার্ডে বালিয়াডাঙ্গা গ্রামে এ পরিচিতি সভা ও সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান।
পৌর বিএনপির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড.এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাজাহান আলী, শৈলকুপা থানা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু অনুষ্ঠান পরিচালনা করেন।